২১ জুন ২০২২, ২২:৩১

ফের মাস্ক পরার নির্দেশ

জনপ্রশাসন মন্ত্রণালয়

দেশে কয়েকদিন ধরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার (২১শে জুন) মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর-সংস্থাগুলোকে এ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধানদের তার আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: যবিপ্রবিতে ওমিক্রনের নতুন সাবভ্যারিয়েন্ট শনাক্ত

গত ৩০ মে করোনায় একজনের মৃত্যুর টানা ২০ দিন পর গতকাল সোমবার ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়। এ ছাড়া চারমাসেরও বেশি সময় পর দৈনিক শনাক্তের হার ১১ শতাংশ ছাড়িয়েছে।

এদিকে দেশে আবারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৭৪ জন। এসময়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করে ৮৭৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক শতাংশ ছাড়িয়ে গেছে।

এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন ৮৯৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৮৪ জন রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন সুস্থ হয়েছেন।