ফের বাড়ল করোনা সংক্রমণ, শনাক্তের হার ১১ শতাংশ
দেশে আবারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৭৪ জন। এসময়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা বিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করে ৮৭৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক শতাংশ ছাড়িয়ে গেছে।
এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন ৮৯৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৮৪ জন রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন সুস্থ হয়েছেন।
গত এক দিনে শনাক্ত ৮৭৪ নতুন রোগীর মধ্যে ৭৯০ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। সত্তরোর্ধ্ব যে পুরুষের মৃত্যু হয়েছে, তিনিও ছিলেন ঢাকা বিভাগের।