০৭ জুন ২০২২, ১৫:৫৫

মাঙ্কিপক্স সন্দেহে দেশে একজন হাসপাতালে ভর্তি

মাঙ্কিপক্স   © সংগৃহীত

মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তুর্কি নাগরিককে মহাখালির সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুর ২টায় তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ব্যক্তি বাংলাদেশে পৌঁছান।

তার শারীরিক উপসর্গ দেখে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা মাংকিপক্স সংক্রমিত সন্দেহ করে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠান। বিমানবন্দরে থেকে বিকাল ৩টার দিকে তাকে রাজধানীর সংক্রামকব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: দেশের ৭ অঞ্চলে হতে পারে ঝড়

সংক্রামক ব‌্যা‌ধি হাসপাতা‌লের প‌রিচালক ডা. মিজানুর রহমান ব‌লেন, স‌ন্দেহভাজন ব‌্যক্তি‌কে বিকাল ৩টার দি‌কে আমা‌দের এখানে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। আমরা ১০ বে‌ডের আই‌সো‌লেশন ওয়া‌র্ডে তা‌কে পর্যবেক্ষ‌ণে রেখেছি। আইইডিসিআর নমুনা নিয়ে গেছে। আর‌টিপিসিআর টেস্ট পরীক্ষার ফলাফল শেষে নিশ্চিতভাবে জানা যাবে তার মাঝে 'মাঙ্কিপক্স' সংক্রমণ আছে কিনা।

প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলোয় মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে। আফ্রিকার বাইরে বিশ্বের কমপক্ষে ৩০টি দেশে ছড়িয়েছে রোগটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুদিনের আগের দেওয়া তথ্যমতে, ৩০ টি দেশে ৭০০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১ জনই যুক্তরাষ্ট্রের। 

মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী প্রথম পাওয়া যায় ব্রিটেনে। এরপর ইউরোপের স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনসহ বিভিন্ন দেশে এ রোগ শনাক্ত হয়।