দেশে করোনা শনাক্তের হার ০.৮৯ শতাংশ

দেশে করোনা শনাক্তের হার ০.৮৯ শতাংশ
দেশে করোনা শনাক্তের হার ০.৮৯ শতাংশ  © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও বেড়েছে শনাক্ত। এ সময় ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জনে।

আজ বৃহস্পতিবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জন।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় বিশ্বে পঞ্চম বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় শীর্ষে

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৬৯৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৭৩৬টি।

এ পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।


সর্বশেষ সংবাদ