ফের দুই অংকে করোনায় মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়। আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: তিন মাস পর দুই অংকে করোনায় মৃত্যু
এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন, যা ১৮ আগস্টের পর সর্বোচ্চ। আর শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে
এর আগে গত ১৩ জানুয়ারি তিন মাস পর দুই অংকে করোনার মৃত্যুর সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। ১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: করোনা সংক্রমণ: পাঁচ মাস আগে ফিরে গেল বাংলাদেশ
চলতি বছরের শুরু থেকে দেশে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। করোনার সব সূচকেই দিন দিন বেড়েই চলেছে। গত ১৩ তারিখের আগে এক দিনে এর চেয়ে বেশি রোগী সবশেষ পাওয়া গিয়েছিল গত বছরের ২ সেপ্টেম্বর। সেদিন ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৩৬ জন রোগী পাওয়ার কথা জানানো হয়।