০১ জানুয়ারি ২০২২, ১৮:৩২

আগের দিনের তুলনায় নতুন রোগী কম, বেড়েছে মৃত্যু

আগের দিনের তুলনায় নতুন রোগী কম  © ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৭৬ জন। শনিবার (১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন।

আরও পড়ুন: যে ৯টি জিনিসে বেশি দিন বাঁচে করোনাভাইরাস

এর আগে, গতকাল শুক্রবার ৫১২ জনের করোনা শনাক্ত হয়। এদিন দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আগের দিন করোনায় ৭ জনের মৃত্যু এবং ৫০৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।

আরও পড়ুন: করোনাভাইরাস তৈরি করে চীনে বিক্রি করেছিলেন হার্ভার্ড অধ্যাপক?

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ। আগের দিন এ হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের চারজনই ঢাকা বিভাগের। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

করোনার ডেলটা ধরনের দাপটে এ বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। এই মাসের প্রথম কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। শেষ দিকে এসে শনাক্তের হারও বাড়তে শুরু করেছে।