২৮ ডিসেম্বর ২০২১, ২০:৩৩

ঢাকায় আরও একজনের ওমিক্রন শনাক্ত

ঢাকায় আরও একজনের ওমিক্রন শনাক্ত
করোনার নমুনা সংগ্রহ  © ফাইল ছবি

রাজধানীতে আরও এক নারী (৩৩) করোনাভাইরাসের নতুন ব্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা চারজনে দাঁড়াল।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে (জিআইএসএআইডি) এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: দেশে আরও একজনের দেহে ওমিক্রন শনাক্ত

জানা গেছে, গত ২০ ডিসেম্বর এই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ওই নারীর নমুনা এবং এসংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠিয়েছিল। আজ এই তথ্য জানাল জিআইএসএআইডি।

আরও পড়ুন: আজ থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু

এর আগে গতকাল সোমবার ৫৬ বছর বয়সী পুরুষের শরীরে ওমিক্রন ধরা পড়ে। রোগী ঢাকায় অবস্থান করছেন। তারও আগে করোনাভাইরাসের নতুন ধরনটি দুজনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওই দুজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।