শ্রীলঙ্কায়ও শনাক্ত হলো ওমিক্রন
ভারতের পর এবার শ্রীলঙ্কায়ও শনাক্ত হলো ওমিক্রন ভ্যারিয়েন্ট। একজনের শরীরে নতুন ধরনের এই ভ্যারিয়েন্টির উপস্থিতি পাওয়া গেছে। আজ শুক্রবার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় গত ১ অক্টোবর লকডাউন শেষ হয়। যা আগস্টের মাঝামাঝিতে শুরু হয়েছিল। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দেশটিতে ৫ লাখ ৬৫ হাজার ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১৪ হাজার ৩৯৯ জন।
প্রতিবেদনে শ্রীলঙ্কার স্বাস্থ্য বিভাগের উপ-মহাপরিচালক হেমন্ত হেরাথ এর বরাতে জানানো হয়, নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া লোকটি আফ্রিকার একটি দেশ থেকে এসেছেন। বর্তমানে তিনি পরিবারের সাথে কোয়ারিন্টিনে আছেন। তিনি আরও জানান, স্বাস্থ্য কর্তৃপক্ষ সপ্তাহ খানেক আগে থেকে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে জনগণকে সতর্ক করে যাচ্ছে।