করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৫:৪১ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২১, ০৫:৪১ PM
গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিনজন ও নারী চারজন। এ সময়ে সংক্রমণ ধরা পড়েছে ৫১৮ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনায় মোট ২৭ হাজার ৭৩৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত রোগীর মোট সংখ্যা ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১০ মার্চ সর্বনিম্ন ছয় জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮২৯টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৪১৫টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ৫৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো এক কোটি ৪২ হাজার ২৬৫টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ এবং দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত নমুনা পরীক্ষার মোট হার ১৫ দশমিক ৫৮ শতাংশ।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরো ৬৯৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন সুস্থ হয়ে উঠলেন।
গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৪২ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৩ শতাংশের বেশি। আর যে সাতজন গত এক দিনে মারা গেছেন, তাদের তিনজনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।