স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান শুরু

স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকা
স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকা  © সংগৃহীত

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া আজ সকাল থেকে শুরু হচ্ছে। এসব শিশুকে দেওয়া হবে ফাইজারের টিকা।

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয় নিশ্চিত করেন।

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ সেন্টারে একটি টিকাকেন্দ্র হবে। প্রথম দিনে ৫০ থেকে ১০০ শিশুকে টিকা দেওয়ার পর তাদের পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন: করোনায় ‍মৃত্যু শূন্য ৫৪ জেলা

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই টিকা দেওয়া হবে ‘টেস্ট রান’ হিসেবে। যাদের টিকা দেওয়া হবে, তাদের ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে।

পর্যবেক্ষণ শেষে রাজধানী ঢাকায় স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি ব্যাপক আকারে চালু করা হবে বলেও এ সময় জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

যে কোনো টিকা দেওয়ার আগে তা পরীক্ষামূলকভাবে শুরু করার কথা জানিয়ে তিনি।

প্রসঙ্গত, দেশে এখন ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরাসরি কোনো নির্দেশনা নেই।


সর্বশেষ সংবাদ