২৯ আগস্ট ২০২১, ১৩:৩৬

করোনায় মা হারালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মশিউর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মশিউর রহমান  © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এর মা মিসেস খুরশিদা বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

রবিবার (২৯ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন মিসেস খুরশিদা বেগম। কোভিডমুক্ত হয়েও বেশ কিছুদিন যাবৎ লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

উপাচার্যের মা-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী তোফাজ্জল হোসেন ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। রবিবার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় মিরহর গ্রামে বাদ আছর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।