করোনায় ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের মৃত্যু হয়েছে, যা গত ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৩৯৯ জনের। সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৭১৭ জন। এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনের শরীরে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৯৮২ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন সুস্থ হয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৩১৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৭৮৯টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি জানিয়ে অধিদফতর জানায়, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৪ লাখ ৩৪ হাজার ২৬৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২২ লাখ ৫২ হাজার ৪২টি।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৫৪ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৩ শতাংশ।