৫১ দিন পর সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত নামল ৪ হাজারের নিচে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০৬:৩৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২১, ০৬:৪৫ PM
দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে। ৫১ দিন পর এটি সর্বনিম্ন মৃত্যু। এর আগে সবশেষ ৩০ জুন ১১৫ জনের মৃত্যু হয়েছিল।
এছাড়া শনাক্ত কমে ৪ হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন কোভিড রোগী শনাক্ত হলো।
আজ শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ ছাড়া এর আগে গতকাল শুক্রবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৫ জনের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। তারও আগে, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮ জনের মৃত্যু হয়।
অন্যদিকে, দেশে গত শুক্রবার ৫ হাজার ৯৯৩ জন, বৃহস্পতিবার ৬ হাজার ৫৬৬ জন, বুধবার ৭ হাজার ২৪৮ জন এবং মঙ্গলবার ৭ হাজার ৫৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।