করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমল
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে। আজ শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত কয়েকদিন থেকেই করোনায় মৃত্যু ও শনাক্তের হার নিম্নমুখী রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯১ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন।
এর আগে, গতকাল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। তারও আগে, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮ জনের মৃত্যু হয়।
অন্যদিকে, দেশে গত শুক্রবার ৫ হাজার ৯৯৩ জন, বৃহস্পতিবার ৬ হাজার ৫৬৬ জন, বুধবার ৭ হাজার ২৪৮ জন এবং মঙ্গলবার ৭ হাজার ৫৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।