সরকারিভাবে টিকা উৎপাদনের সুপারিশ
আগামী ছয় মাসের মধ্যে দেশের সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এসেনশিয়াল ড্রাগস’র মাধ্যমে করোনাভাইরাসের টিকা উৎপাদন করার জোরালো সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
একইসঙ্গে করোনার টিকা উৎপাদনের ক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে (জিটুজি) চুক্তি করার পাশাপাশি টিকা নিয়ে কোনো মহল যাতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে লাভ দেওয়ার চিন্তা না করে, এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘আমরা আজকের বৈঠকে জোরালোভাবে বলেছি, আগামী ছয় মাসের মধ্যে এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে টিকা উৎপাদন করতে হবে। টিকা উৎপাদনের ক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে (জিটুজি) চুক্তি করার জন্যও বলেছি আমরা।’
এর আগে, গতকাল সোমবার সরকার ও বেসরকারি ওষুধ উৎপানকারী প্রতিষ্ঠান ‘ইনসেপটা’র মধ্যে হওয়া চুক্তির আওতায় চীন থেকে বাল্ক টিকা এনে বাংলাদেশে ভায়ালে ভরা এবং লেবেলিংয়ের কাজটি করার চুক্তিতে সই করার একদিন পরেই সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ এলো।