ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগিতায় ‘ফ্রি অক্সিজেন সেবা’ সার্ভিস চালু

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে ‘ফ্রি অক্সিজেন সেবা’ সার্ভিস
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে ‘ফ্রি অক্সিজেন সেবা’ সার্ভিস  © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় করোনায় আক্রান্ত রোগীদের ‘ফ্রী অক্সিজেন সেবা’ প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগিতায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে ‘ফ্রি অক্সিজেন সেবা’ সার্ভিস শুরু হয়েছে।

রবিবার (৮ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা শহীদুল কবীর সেলিম। এছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি মানবিক সংগঠন। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি মানবিক কাজ স্বেচ্ছাসেবক লীগ সব সময় প্রাধান্য দিয়ে থাকে। আজ ফ্রি অক্সিজেন সার্ভিসের মাধ্যমে বিপদগ্রস্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এটি অত্যন্ত মহৎ ও প্রসংশনীয় উদ্যোগ।

‘ফ্রি অক্সিজেন সেবা’ পেতে এ দুটি (01812-564374, 01884-267003) নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ