০৪ আগস্ট ২০২১, ২০:০৩

চলতি বছরেও ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু পরিস্থিতি

চলতি বছরেও ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু পরিস্থিতি  © সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি এ বছরও আশঙ্কাজনক রূপ নিতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার (৪ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, বর্ষাকালে এডিসবাহিত ডেঙ্গু পরিস্থিতি কি রকম আশঙ্কাজনক রূপ নিয়েছে। ২০১৯ সালে আমরা দেখেছি ডেঙ্গু মহামারি আমাদের কীভাবে আক্রান্ত করেছিল। ২০২১ সালে এসে একই রকম একটি পরিস্থিতির মুখে আমরা দাঁড়িয়েছি।

ডেঙ্গু পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ২৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬ জন ঢাকার বাইরের। এই সময়ে সরকারি-বেসরকারি মিলিয়ে ১ হাজার ৭২ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ঢাকার ১ হাজার ২৫ জন। অন্যান্য বিভাগে মোট ভর্তি ছিলেন ৪৭ জন রোগী।’

তিনি আরও বলেন, ‘‘২ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত মোট ৩ হাজার ৪৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭০ জন।’’