জাবিতে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়
প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জাবিয়ান মানবিক সহায়তা ফান্ড’ এর উদ্যোগে করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতে কর্মহীন হয়ে পড়া দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

এসময় প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে এস এম সাদাত হোসাইন (২৯ ব্যাচ), আজহার মুকুল (৩০ ব্যাচ) এবং নাজির খান (৩০ ব্যাচ) এই ত্রাণকার্য পরিচালনা করেন। অন্যান্যদের মধ্যে আমিনুল ইসলাম ভুঁইয়া (১৭ ব্যাচ) ও সোহেল রানা (৪৬ ব্যাচ) উপস্থিত ছিলেন।

পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড কাউন্সিলর এবং আমবাগান উন্নয়ন কমিটির সার্বিক সহায়তায় এ ত্রাণকার্য পরিচালনা করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, আলু, পেয়াজ, লবণ, তেল এবং ২টি মাস্ক বিতরণ করা হয়৷

এস এম সাদাত হোসাইন বলেন, করোনাকালীন সময়ে ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাসের ওপর নির্ভরশীল শ্রমজীবীরা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। তাদের সহায়তা করতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বিশেষ করে আমেরিকা প্রবাসী ৩৪ ও ২৯ ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করে এ উদ্যোগ গ্রহণ করেছি। প্রথম ধাপে আমরা ২৫০টি পরিবারকে সহায়তা দিয়েছি। পরবর্তীতে সহস্রাধিক দুঃস্থ পরিবারকে সহায়তা দেয়ার পরিকল্পনা আমাদের আছে৷

এজন্য তিনি আমেরিকা প্রবাসী সাবেক শিক্ষার্থীদের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাজির খান বলেন, আমরা ভালোভাবে খোঁজখবর নিয়ে নিতান্তই অভাবী লোকদের তালিকা তৈরি করেছি। ত্রাণসহায়তা পাওয়ার উপযুক্ত পরিবারকে বাছাই করে সাহায্য করছি। করোনাকালীন সময় ছাড়াও জাবির সকল ধরণের মানবিক কার্যে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে৷


সর্বশেষ সংবাদ