দরিদ্রদের বিনামূল্যে করোনা পরীক্ষা শুরু চলতি মাসেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুলাই ২০২১, ০৬:৩৬ PM , আপডেট: ০২ জুলাই ২০২১, ০৬:৩৬ PM
করোনাভাইয়ারসের সংক্রমণ বেড়ে যাওয়া দরিদ্রদের বিনামূল্যে করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি জুলাই মাসজুড়েই এই কার্যক্রম চলবে। বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় নমুনা পরীক্ষার প্রয়োজনীয়তা বেড়ে গেছে এই অবস্থায় দরিদ্রদের একই পরিবারের একাধিক সদস্যের টাকা দিয়ে করোনা পরীক্ষা করা কষ্টসাধ্য।
এই অবস্থায় দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে দরিদ্র জনগোষ্ঠীর কভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা বিনামূল্যে করার জন্য সংশ্লিষ্ট সব সরকারি স্বস্থ্যসেবা প্রদানকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ১৩২ জনের প্রাণ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৭৭৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৪৮৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ৩০ হাজার ৪২ জনে।