২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কমেছে

করোনা শনাক্ত এর পরীক্ষা করা হচ্ছে
করোনা শনাক্ত এর পরীক্ষা করা হচ্ছে  © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) সকাল আটটা থেকে আজ শুক্রবার (২৫ জুন) সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত ১০৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫ হাজার ৮৬৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল করোনাভাইরাসে ৮১ জনের মৃত্যু হয়। সেদিন ৬ হাজার ৫৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল।

এর আগে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ১৯ এপ্রিল একদিনে ১১২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেটাই এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।


সর্বশেষ সংবাদ