২৩২ শয্যার ২২৫টিতেই রোগী, একটি আইসিইউ শয্যাও খালি নেই
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাপক চাপে রয়েছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রোগীদের ভরসাস্থলখ্যাত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। কর্মকর্তারা বলছেন, ঈদের পর থেকে হাসপাতালে করোনায় আক্রান্তদের ভর্তি হওয়ার সংখ্যা বেড়েছে।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘ঈদুল ফিতরের দিন হাসপাতালে করোনা রোগী ছিল ৭৭ জন। ঈদের পর থেকে রোগীর চাপ বাড়তে শুরু করে। গত কিছুদিন ধরে চাপ অনেক।’
রোগী বৃদ্ধির পাশাপাশি রাজশাহী মেডিকেলে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুও বেশি। ডা. ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে ১৬ জন মারা গেছেন। এদের মধ্যে ৯ জনই চাঁপাইনবাবগঞ্জের।
আজ শুক্রবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেলের প্রায় সব শয্যাই পূর্ণ। ডা. ফেরদৌস বলেন, ‘আমাদের ২৩২টি শয্যার ২২৫টিই পূর্ণ। ১৭টি আইসিইউ বেডের সবগুলোই পূর্ণ রয়েছে। এরপরও রোগী আসলে ফ্লোরেই তাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে।’
চিকিৎসকদের ধারণা, সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ এলাকা থেকে গুরুতর অসুস্থ রোগীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ায় সেখানকার কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে।