করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ১২ হাজার ৭৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০.৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৫১ টি।
আজ শুক্রবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৭ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জনের
পড়ুন: সংক্রমণের ৮০ শতাংশই ভারতীয় ধরন
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।
এর আগে গতকাল বৃস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়। গত বুধবার দেশে করোনায় ৩৪ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আর গত মঙ্গলবারের জানানো হয়, ৪১ জনের মৃত্যু হয় এই ভাইরাসে আক্রান্ত হয়ে।