০২ জুন ২০২১, ১৬:৩৭

করোনায় আজও শনাক্ত বাড়ল, মৃত্যু ৩৪

  © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ১২ হাজার ৬৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৫৯টি। আজ বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯৮৮ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।

এর আগে, গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭৬৫ জনের মধ্যে।