‘ব্ল্যাক ফাঙ্গাস’ পর্যবেক্ষণ করছে অধিদপ্তর, প্রস্তুত হচ্ছে গাইডলাইন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মে ২০২১, ১০:১৭ PM , আপডেট: ২৬ মে ২০২১, ১০:২১ PM
ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসকে (কালো ছত্রাক) গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশের স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি ছত্রাকজনিত এই রোগটি প্রতিরোধে কি কি চিকিৎসা ব্যবস্থা নেয়া যেতে পারে সে ব্যাপারেও একটি গাইডলাইন তৈরি করছে অধিদপ্তর।
আজ বুধবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানান সংস্থাটির মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (সিডিসি) অধ্যাপক নাজমুল ইসলাম।
তিনি জানান, অধিদপ্তর পর্যবেক্ষণ করছেন মিউকরমাইকোসিস (ব্ল্যাক ফাঙ্গাস) নিয়ে জনসাধারণের মধ্যে এক ধরনের উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই রোগটি আদিকাল থেকে আমাদের পরিবেশের সঙ্গে আছে বলেন এই কর্মকর্তা।
নাজমুল ইসলাম বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে যেসব রোগীর ক্ষেত্রবিশেষ স্টেরয়েড ব্যবহার করতে হয় ও যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের জন্য ব্ল্যাক ফাঙ্গাস সত্যিকার অর্থেই বিপদের কারণ হতে পারে।
তিনি আরও বলেন, আমরা পরিস্থিতির দিকে গভীর পর্যবেক্ষণ করছি, আশা করছি এটি কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না।
গাইডলাইন তৈরির কথা জানিয়ে তিনি বলেন, আমাদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি আছে, তাদের সঙ্গে আলোচনা করেছি এবং একটি গাইডলাইন প্রণয়ন করার চেষ্টা করছি। একইসঙ্গে এই রোগ মোকাবিলায় যেসব ওষুধপত্র লাগে, সেগুলো কীভাবে সহজলভ্য করা যায় তা নিয়েও আমরা কাজ করছি।