২২ মে ২০২১, ২১:৩৩

আক্রান্ত মায়ের বুকের দুধে করোনা ছড়ায় না, দাবি বিশেষজ্ঞের

বুকের দুধে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি  © প্রতীকি ছবি

করোনার ভ্যাকসিন গ্রহণকারী মায়ের বুকের দুধে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। যেই দুধ পানে শিশুর শরীরেও তৈরী হয় করোনা প্রতিরোধী শক্তি। তুর্কি এক শিশু বিশেষজ্ঞ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তুরস্কে অবস্থিত ইস্তাম্বুলের মেডিপোল মেগা বিশ্ববিদ্যালয় হাসপাতালে শিশু স্বাস্থ্য ও রোগ বিশেষজ্ঞ অধ্যাপক নলান কারাবায়ের বলেন, যদি মা করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা নিয়ে তবে সেটি তার ও তার বাচ্চাকে সংক্রমণ থেকে রক্ষা করবে।

কারাবায়ে মা ও শিশুর উপর কোভিড-১৯ এর প্রভাবের বিষয়ে বলেন, মহামারিটি সকল বয়সের বাচ্চাদেরই প্রভাবিত করতে পারে। কিন্তু বর্তমান গবেষণা অনুযায়ী, এটি মায়ের বুকের দুধের মাধ্যমে শিশুর শরীরে সংক্রমিত হয় না।

তিনি আরও বলেন, মায়ের শরীরে করোনারভাইরাস আক্রমণ করলেও বুকের দুধের অ্যান্টিবডি তা শিশুটিকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করে।

মায়ের ইমিউনো ব্যবস্থার জীবন্ত কোষগুলো মায়ের দুধে উপস্থিত রয়েছে উল্লেখ করে কারাবায়ির বলেছিলেন, প্রতি মিলিলিটার (০.০৩ আউন্স) বুকের দুধে শিশুর শরীরে ১.৫ মিলিয়ন প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জীবন্ত কোষ প্রবেশ করে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শিশুদের প্রথম ছয় মাস ধরে বুকের দুধ খাওয়ানো উচিত এবং কমপক্ষে শিশুর বয়স ২ বছর না হওয়া পর্যন্ত স্তন্যপান চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বুকের দুধে রোগ প্রতিরোধ ক্ষমতা ছাড়াও রয়েছে প্রোবায়োটিকস, সাইটোকাইনস, ইমিউনোগ্লোবুলিনস, অলিগোস্যাকারাইডস যা সংক্রমণ থেকে বাচ্চাকে সুরক্ষা দেয়। এই সকল কারণে বুকের দুধ অনন্য।

সূত্র: ইয়েনি সাফাক