১৪ মে ২০২১, ১৬:২৫
ঈদের দিনে শনাক্ত হাজারের নিচে, ৯ সপ্তাহে সর্বনিম্ন
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৪৮ জনের দেহে। যা গত ৯ সপ্তাহে সর্বনিম্ন শনাক্তের হার। এর আগে গত ৮ মার্চ ৮৪৫ জনের দেহে করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
তার ৯ সপ্তাহ চারদিন পর আজ ঈদের দিন সর্বনিম্ন শনাক্তের খবর দিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জনে।
আজ শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।