শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে

করোনাভাইরাস
করোনাভাইরাস  © প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জনে। আগের দিন মৃত্যু হয়েছিল ৩১ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৪৮ জনের। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে। গতকাল শনাক্ত হয়েছিল ১ হাজার ২৯০ জনের।

আজ শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

 


সর্বশেষ সংবাদ