দেশে ১৪ মাসের মধ্যে এপ্রিলে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু
করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বেড়ে চলছে ভাইরাটিকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও থেমে নেই ভাইরাটির প্রাদুর্ভাব। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মানুষের মৃত্যু হয়েছে এ বছরের এপ্রিল মাসে। এপ্রিলে করোনায় মোট দুই হাজার ৪০৪ জনের মৃত্যু হয়েছে, যা গড় হিসেবে প্রতিদিন ৮০ জন।
দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনায় এপ্রিলের আগে এক মাসে সর্বাধিক মৃত্যু ছিল গত বছরের জুলাইয়ে এক হাজার ২৬৪ জন। আর এপ্রিল মাসে ভাইরাসটিতে আক্রান্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৪৭ হাজার। এর আগে এক মাসে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছিল গত বছরের জুন মাসে ৯৮ হাজার ৩০৩ জন।
কোন মাসে কতজনের মৃত্যু
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যুর পর ১ মে পর্যন্ত দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ৫১০ জন। যা মৃতের সংখ্যা হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৭তম।
গত বছরের ১৮ মার্চ মাসে ভাইরাটিতে মোট ৫ জনের মৃত্যু হয়। পরের মাস এপ্রিলে মৃত্যু হয় ১৬৩ জনের। এরপর মে মাসে মৃত্যু হয় ৪৮২ জনের। জুন মাসে ১ হাজার ১৯৭ জন, জুলাই মাসে ১ হাজার ২৬৪ জন এবং আগস্ট মাসে ১ হাজার ১৭০ জনের মৃত্যু হয়। এরপর সেপ্টেম্বরে ৯৭০, অক্টোবরে ৬৭২, নভেম্বরে ৭২১, ডিসেম্বরে ৯১৫ জনের মৃত্যু হয়।
এরপর চলতি বছরের জানুয়ারিতে ৫৬৮, ফেব্রুয়ারিতে ২৮১, মার্চে ৬৩৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে গত বছরের মার্চের পর গত ফেব্রুয়ারিতে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে এপ্রিলে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়তে থাকে।
কোন মাসে কতজন শনাক্ত
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত দেশে ৬ লাখ ৬০ হাজার ৫৮৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। যা নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৩তম।
গত বছরের ৮ মার্চ রোগী শনাক্তের পর ওই মাসে মোট ৫১ জনের করোনা শনাক্ত হয়। এরপর বাড়তে থাকে সংক্রমণ। গত বছরের এপ্রিল মাসে মোট শনাক্ত হয় ৭ হাজার ৬১৬ জন। এরপর মে মাসে ৩৯ হাজার ৪৮৬ জন, জুনে ৯৮ হাজার ৩০৩ জন, জুলাইয়ে ৯২ হাজার ১৭৮ জন, আগস্টে ৭৫ হাজার ৩৩৫ জন, সেপ্টেম্বরে ৫০ হাজার ৪৮৩ জন, অক্টোবরে ৪৪ হাজার ২০৫ জন, নভেম্বরে ৫৭ হাজার ২৪৮ জন, ডিসেম্বরে ৪৮ হাজার ৫৭৭ জন।
এরপর চলতি বছরের জানুয়ারিতে শনাক্ত রোগীর সংখ্যা কমতে থাকে। জানুয়ারিতে শনাক্ত হয় ২১ হাজার ৬২৯ হন। এরপর ফেব্রুয়ারিতে ১১ হাজার ৭৭ জন,। এরপর মার্চে ৬৫ হাজার ৭৯ জন এবং এপ্রিলে শনাক্ত হয় ১ লাখ ৪৭ হাজার জন।
আরো পড়ুন করোনায় ফের বাড়ল মৃতের সংখ্যা