করোনায় মৃত্যু ৩২ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই
বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই  © ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছেই। অনেক দেশে লকডাউনসহ কঠোর বিধিনিষেধ চলছে। তারপরও আবারও সংক্রমণ বাড়ছে। এর কারণ বিশ্বব্যাপী করোনাভাইরাসের কয়েকটি ধরণ ছড়িয়ে পড়া।

এ ভাইরাসে বিশ্বে ইতোমধ্যে মারা গেছেন প্রায় ৩২ লাখ ছয় হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২৮ লাখের ওপর।

আজ রোবরার সকালে ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। আজকের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২৮ লাখ ৪ হাজার ৬৬ জন। মারা গেছেন ৩২ লাখ ৬ হাজার ৪৭৯ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ১৩ কোটি ৭৪ হাজার ৩৫৩ জন।

করোনাভাইরাসে এ পর্যন্ত বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় তিন কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৮ জন। মারা গেছেন পাঁচ লাখ ৯০ হাজার ৭০৪ জন।


সর্বশেষ সংবাদ