পরিচয় না জানানোর শর্তে বিদ্যানন্দে ২০ লাখ টাকার অক্সিজেন দিলেন ব্যবসায়ী
দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনকে নাম পরিচয় না প্রকাশ করার শর্তে ২০ লাখ টাকার অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন এক ব্যবসায়ী। প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বুধবার বিকেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের যোগাযোগ বিভাগের কর্মী উম্মে সিনহা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চট্টগ্রামে স্থাপিত সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারগুলো ব্যবহার করা হচ্ছে। হাসপাতালটিতে শুধুমাত্র কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বিদ্যানন্দের ফেসবুক পোস্টে বলা হয়, ‘‘অক্সিজেনের জোগাড়ে যখন আমাদের নাভিশ্বাস অবস্থা, কেউ চড়া মুল্যেও সিলিন্ডার দিতে রাজি হচ্ছিল না। তখন আমরা কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা বসিয়ে দিগ্বিদিক ছুটছি তরল অক্সিজেনের সাপ্লাইয়ের জন্য। যখন চোখে অন্ধকার দেখছি কোন উপায় না দেখে, সে সময়ে চট্টগ্রামের এক কোম্পানি কেন্দ্রীয় বিশাল সাইজের ২৪টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির।
২০ লাখ টাকার অক্সিজেন সিলিন্ডার শুধু দিয়েই গেলেন না, সাথে বলে গেলেন, ‘যা অক্সিজেন লাগে নিয়ে যাবেন, টাকাপয়সা লাগবে না, মানুষ বাঁচলে ব্যবসা বাঁচবে।’
রাজনৈতিক পরিবারের সে মানুষটি প্রকাশ করতে চান নি প্রতিষ্ঠানের নাম, সামনে এসে বিজ্ঞাপন করে যান নি একবারও। ‘দেশের মানুষ ভালো না, ব্যবসায়ীরা ভালো না’ কথাগুলো তাই আমাদের মুখে আসে না, বরঞ্চ মাথা নত হয়ে আসে এমন সকল মানুষের অনুপ্রেরণার গল্পের সামনে।’’