১৮ এপ্রিল ২০২১, ০৮:০৮

সোনালি দিনের সিনেমার নায়ক ওয়াসিম আর নেই

বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের অভিনয়শিল্পী নায়ক ওয়াসিম  © সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের অভিনয়শিল্পী নায়ক ওয়াসিম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।

হাসপাতাল সূত্র ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

নায়ক হিসেবে ওয়াসিমের রূপালি পর্দায় অভিষেক হয় মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৭৬ সালে মুক্তি পায় এস এম শফী পরিচালিত ‘দি রেইন’। এ সিনেমাটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

এরপর ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ অভিনেতাদের একজন ছিলেন তিনি। অভিনয় জীবনে তিনি ১৫২টির মতো সিনেমায় অভিনয় করেছেন।