বাংলাদেশকে ৬০ লাখ ডোজ দিতে আগ্রহী চীন

  © ফাইল ছবি

চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্ম বাংলাদেশকে ৬০ লাখ ডোজ টিকা দিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম।

আজ শনিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন। চীন ছাড়া রাশিয়া থেকেও টিকার বিষয়ে কথা হচ্ছে। এ বিষয়ে আগামীকাল রবিবার একটি সভা হবে। সেখানে বিস্তারিত আলোচনা হবে।

অধ্যাপক খুরশিদ আলম বলেন, চীনের সিনোফার্ম ৬০ লাখ ডোজ টিকা আমাদের ডোনেট করবে বলেছে। আমরা কাগজপত্র প্রস্তুত করছি। পাশাপাশি আমাদের দেশে অবস্থানরত তাদের লোকদের তারা টিকা দিতে চায়, আমরা সে বিষয়টিও অনুমোদন দিয়েছি।

তিনি বলেন, আমরা আমাদের এক্সটেনশন অব ইন্টারেস্ট তাদের জানিয়েছি। কখন টিকা দেবে, কীভাবে দেবে বাকি সব বিষয় তারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে যা যা প্রয়োজন তাদেরকে জানিয়েছি। চীনের টিকা ছাড়াও রাশিয়ার টিকা আনার বিষয়ে চেষ্টা করা হচ্ছে। আগামীকাল রোববার তাদের সঙ্গে আমাদের একটি মিটিং আছে। সেখানে বিস্তারিত কথা হবে।


সর্বশেষ সংবাদ