করোনা কেড়ে নিল একাত্তর টিভির সহযোগী প্রযোজকের প্রাণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০৮:৪৯ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২১, ০৯:০২ PM
প্রায় এক সপ্তাহ যাবৎ করোনার সঙ্গে লড়াই করে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার (সহযোগী প্রযোজক) রিফাত সুলতানা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। আজ শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান তিনি।
এর আগে আজ সকালেই কন্যা সন্তানের মা হন তিনি। অন্যদিকে তার স্বামী নাজমুল ইসলামও করোনায় আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন।
একাত্তর টিভির প্রযোজক মাজহারুল মাসুম বলেন, সকালে রিফাত সুলতানার সন্তান জন্ম দিয়েছেন। আর বিকেলে তার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার শাশুড়ি। এছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত।
জানা যায়, রিফাতের আরও দু’জন সন্তান রয়েছে। আর আজ সকালে ইমপালস হাসপাতালে রিফাতের কন্যা সন্তান জন্ম দেন। সদ্যজাত সন্তানের অবস্থাও খারাপ ছিল। এ কারণে সকালেই তার কন্যা সন্তানকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে শিশুটি বিশেষভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।