খালেদা জিয়ার শরীরে করোনার কোনো উপসর্গ নেই
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন। সোমবার (১২ এপ্রিল) সকালে তিনি এ তথ্য দেন।
২৪ ঘণ্টাই তার শারীরিক অবস্থার খোঁজ রাখা হচ্ছে জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, তার অবস্থা স্থিতিশীল আছে। এখন পর্যন্ত তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। স্বাভাবিকভাবেই তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন।
এছাড়া করোনা আক্রান্ত খালেদা জিয়ার অন্য স্টাফদের অবস্থাও ভালো আছেন জানিয়েছেন তিনি বলেন, আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ডাক্তারদের একটি সূত্র জানায়, গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় দ্বিতীয় তলার একটি রুমে আছেন তিনি। এখন প্রতিদিন নিয়ম করে খালেদা জিয়াকে দেখতে যাবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী ও ড. মামুন। আর লন্ডন থেকে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বড় ছেলের স্ত্রী ডা. জোবাইদা রহমান। এছাড়া খালেদা জিয়ার অন্যান্য ডাক্তার এবং ড্যাবের চিকিৎসকরাও তার খোঁজ রাখছেন। এছাড়া ফিরোজায় অবস্থানরত খালেদার ব্যক্তিগত স্টাফদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তার ভাই শামীম ইস্কান্দর ও ছোট ভাইয়ের স্ত্রী।
এর আগে রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়ার করোনায় আক্রান্তের খবর জানা যায়।