চাইলে সর্বোচ্চ চিকিৎসা সহযোগিতা পাবেন খালেদা জিয়া

সর্বোচ্চ সরকারি চিকিৎসা সহযোগিতা পাবেন খালেদা জিয়া
সর্বোচ্চ সরকারি চিকিৎসা সহযোগিতা পাবেন খালেদা জিয়া  © ডয়েচে ভেলে

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চাইলে তার চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে এখন তিনি ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

রোববার (১২ এপ্রিল) বিকালে সাংবাদিক সম্মেলন করে বেগম খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল। তার চিকিৎসায় প্রফেসর ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন, তাদের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়েছে। তিনি এখন স্থিতিশীল আছেন, ভালো আছেন। তার কোন উপসর্গ নেই।’

এদিকে চাইলে খালেদা জিয়াকে  সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তবে এ পর্যন্ত সহযোগিতা চাওয়া হয়নি।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। শনিবার আইসিডিডিআর,বিতে তার নমুনা পরীক্ষা করা হয়। টেস্ট রিপোর্টটা পজিটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার কোনো টেম্পারেচার নেই, অন্য কোনো উপসর্গও নেই। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তারা দেশের অত্যন্ত বরণ্যে চিকিৎসক।

তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া তাদের তত্ত্বাবধানে আছেন এবং ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যদি কোনো প্রয়োজন হয়, তখন সেভাবেই পরবর্তী ট্রিটমেন্টের ব্যবস্থা নেয়া হবে।’

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে কেউ ওনার চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা চাননি। ওনার আক্রান্ত হওয়ার বিষয়টি আমি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব ও প্রধানমন্ত্রীর মূখ্যসচিবকে জানিয়ে রেখেছি।’

এক প্রশ্নের জবাবে খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, ‘উনি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেতা। ওনার চিকিৎসা সহযোগিতা পাওয়ার সব ধরনের অধিকার রয়েছে। সহযোগিতা চাইলে উনাকে আমরা সর্বোচ্চ চিকিৎসা সহযোগিতা দেব।’


সর্বশেষ সংবাদ