বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক আর নেই
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ রোববার (১১ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটের দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মিতা হকের ননদাই শিল্পী সোহরাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, মিতা হক করোনা আক্রান্ত হন গত ৩১ মার্চ। এরপর নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। তিনি কিডনি রোগেও ভুগছিলেন। এজন্য তার ডায়লাইসিস করতে হতো। ডায়লাইসিসের সময় শনিবার তার প্রেসার ফল করে।
তিনি জানান, এরপর বাসায় নেওয়ার পরও আবারও তার প্রেসার ফল করে। সে সময় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, মিতা হক হৃদরোগে আক্রান্ত। এরপর তাকে ভেন্টিলেশনে রাখা হলেও শেষ রক্ষা হয়নি তার।
মিতা হকদের আদি বাড়ি কেরানীগঞ্জে তাকে দাফন হবে। তবে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।