১২ মার্চ ২০২১, ১২:৪২

টিকা নিতে পারবেন ৪০ বছরের কম বয়সী শিক্ষকরাও

প্রতীকী

এখন থেকে ৪০ বছরের কম বয়সী শিক্ষক-কর্মচারীরাও সুরক্ষা অ্যাপ ও সার্ভারে নিবন্ধন করে করোনা টিকা নিতে পারবেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এনআইডির তথ্য ইতোমধ্যে সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুরক্ষা ওয়েবসাইটে ফরম পূরণ করে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ এনআইডি দিয়ে নিবন্ধন করতে পারবেন। এ পরিস্থিতিতে সব শিক্ষককে করোনা টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এর আগে ৪০ বছরের কম বয়সী শিক্ষক-কর্মচারীরা টিকার জন্য নিবন্ধন করতে পারছিলেন না। তবে এখন থেকে তারাও নিবন্ধন করতে পারবেন।

এদিকে দেশজুড়ে গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন প্রায় ১ লাখ (৯৯ হাজার ১৭৪) মানুষ। টিকা কর্মসূচি শুরুর পর থেকে মোট ৪২ লাখ ১৮ হাজার ১২৭ জন মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছেন।

পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৫৪ লাখ ৬২ হাজার ১৬৫ জন। ভ্যাকসিন নেওয়া ৮৮১ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৬ লাখ ৮৮ হাজার ৪৬২ জন এবং ১৫ লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী রয়েছেন।