জাদুমন্ত্র দিয়ে করোনা নিয়ন্ত্রণ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  © ফাইল ফটো

কোনো জাদুমন্ত্র দিয়ে দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণ হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এর জন্য পরিকল্পিতভাবে পরিশ্রম করতে হয়েছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের কলকারখানা চলছে। লোকজন বেকার হয়নি। রেমিট্যান্স আসছে, বিদেশে যাওয়া আসা এখনো অব্যাহত আছে।

আজ শনিবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে কর্মপরিকল্পনা বিষয়ে আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ হলো পৃথিবীর দুইশো দেশের মধ্যে ছয় নম্বর দেশ, যে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে। একটা ল্যাব থেকে এখন দেশে দুইশো ছয়টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। করোনা নিয়ন্ত্রণে বলেই নব্বই শতাংশ বেড খালি এখন। সত্তর শতাংশ আইসিইউ খালি। মোট রোগী এখন ১৩০০। সতোরো কোটি লোকের মধ্যে আইসিইউতে রোগী রয়েছে মাত্র দুইশো।

করোনা মোকাবিলায় বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের তুলনা করে মন্ত্রী বলেন, আমাদের সংক্রমণের হার দুই থেকে দুই দশমিক ছয় শতাংশ। মৃত্যুহার দেড় শতাংশ। অথচ আমেরিকাতে মৃত্যু হার চার পাঁচ শতাংশে ঠেকছে। আমাদের সুস্থতার হার নব্বই শতাংশ।