করোনায় নতুন করে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৮

  © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। আর এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৮৮ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জনের।

নতুন করে ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৯ জনে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৫৯ শতাংশ।

গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যুর কথা জানা যায়।


সর্বশেষ সংবাদ