ভ্যাকসিন নিলেও মাস্ক ব্যবহার করতে হবে: সেব্রিনা ফ্লোরা
করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেও মাস্ক ব্যবহার করা বন্ধ করা যাবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ রবিবার করোনার ভ্যাকসিন কার্যক্রমে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এই টিকা একটি নিরাপদ টিকা। আমি আজকে নিয়েছি এবং পরবর্তী ডোজের জন্য অপেক্ষা করেছি। এই টিকা আমাকে যেমন সুরক্ষিত করবে, তেমনি এই দেশকে করোনা থেকে সুরক্ষিত করবে। দেশকে করোনামুক্ত করতে এই টিকা একটি বড় পদক্ষেপ।
তিনি বলেন, টিকা দেই বা না দেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমি টিকা দিয়েছি, এখন মাস্ক ব্যবহার করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এর আগে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কেন্দ্রে টিকা নেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দেশে গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রথম কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করা হয়।