এই দিনের অপেক্ষায় ছিলাম: টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের টিকা নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
করোনাভাইরাসের টিকা নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  © সংগৃহীত

দেশব্যাপী করোনাভাইরাসের গণ টিকাদান শুরুর দিন টিকা নিয়েছেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ রবিবার সকালে মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে নিজে টিকা নেওয়ার সময় তিনি বলেন, আজ আমাদের আনন্দের দিন। এই দিনের অপেক্ষায় ছিলাম। এই টিকা নিয়ে যেন কোনো রিউমার না হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সারা দেশে টিকাদান উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে করোনাভাইরাসের ভাইরাসের বিরুদ্ধে এই ‘যুদ্ধ’ শুরু হয়।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা নানা কার্যক্রম শুরু করি। আমাদের কার্যক্রম নিয়ে নানা সমালোচনা হয়েছে। আমরা সমালোচনার ঊর্ধে উঠে কাজ করে গেছি। আজ বাংলাদেশ অনেক দেশের চেয়ে ভালো আছে। আমাদের জীবনযাত্রা স্বাভাবিক।


সর্বশেষ সংবাদ