কাল ভারত থেকে আসছে চুক্তির ৫০ লাখ ভ্যাকসিন

  © সংগৃহীত

ভারত থেকে ৫০ লাখ ভ্যাকসিন দেশে আসছে আগামীকাল সোমবার। আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামীকাল চুক্তি অনুযায়ী আরও ৫০ লাখ ভ্যাকসিন দেশে আসবে। আগের উপহারের ২০ লাখসহ এই ৭০ লাখ ভ্যাকসিন রাখা ও বিতরণের সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।’

আগামীকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ৫০ লাখ টিকার চালান পৌঁছাবে। এয়ার ইন্ডিয়ার একটি কার্গো ফ্লাইটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা রিসিভ করবেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। আজ সোমবার বেক্সিমকোর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে করোনা ভ্যাকসিনের বিষয়ে চুক্তি হয়। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ পর্যায়ক্রমে তিন কোটি ভ্যাকসিন পাবে।

এর আগে গত ২০ জানুয়ারি দেশে আসে ভারত সরকারের উপহার দেওয়া ২০ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন। সেরাম থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড নামের এই ভ্যাকসিন দেশে সরবরাহ করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

শুরুতে স্বাস্থ্য অধিদপ্তর ৫০ লাখ ভ্যাকসিন ২৫ লাখ মানুষকে দেওয়ার কথা জানালেও প্রথম দফায় করোনার টিকা দেওয়া হবে ৫০ লাখ মানুষকে। কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা অনুযায়ী, অন্তঃসত্ত্বা নারী ও ৩৭ শতাংশ জনগোষ্ঠী যারা ১৮ বছরের কম বয়সী, তাদেরও টিকা দেওয়া হবে না। কারণ, তাদের নিয়ে কোনো ট্রায়াল হয়নি।


সর্বশেষ সংবাদ