০৯ জানুয়ারি ২০২১, ১৪:৪৫
অনলাইনে নিবন্ধন করে ভ্যাকসিন নিতে হবে: ডা. সেব্রিনা
করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। শনিবার বিএমএ ভবনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, অনলাইনে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। এ অ্যাপস তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। অ্যাপসটির মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের সময় জানিয়ে দেয়া হবে।
তিনি বলেন, ভ্যাকসিন দেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হলে কীভাবে ম্যানেজ করা হবে তা নিয়ে কাজ করা হচ্ছে।
সবাইকে ভ্যাকসিন দেয়াই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ভ্যাকসিন কীভাবে দেয়া হবে এবং কারা পাবেন সে বিষয় নিয়ে কাজ চলছে।