২৭ ডিসেম্বর ২০২০, ১১:৪৮

করোনাভাইরাসে না ফেরার দেশে তিতুমীর কলেজের শিক্ষক

অধ্যাপক সাইফুল হক  © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মারা যান। তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার (২৭ ডিসেম্বর) সকালে তিনি বলেন, গত ৮ ডিসেম্বর করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে শিক্ষক সাইফুল হকের। পরে অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি নিজেই স্ত্রী-সন্তানসহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান। পরে হাসপাতালে ভর্তি করা হয়। তার পুলিশ কর্মকর্তা ভাইয়ের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছিল। তিনিই ফোন করে জানালেন, সাইফুল হক মারা গেছেন।

অধ্যাপক সাইফুল হকের ছোট ভাই টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) জাহিদুল হাসান বলেন, শ্বাসকষ্টের সমস্যা ছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন ভাই। তার মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নিয়ে গিয়ে দাফন করা হবে।

ত্রয়োদশ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দেন অধ্যাপক সাইফুল হক। তিনি তিতুমীর কলেজের আগে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন।