২২ ডিসেম্বর ২০২০, ১১:৫০
তিতুমীর কলেজের মেধাবী ছাত্রের মৃত্যু
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র জুলকার নাইন প্রান্ত কিডনী জনিত সমস্যার কারণে মারা গেছেন। আজ মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডির রেনেসাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানা গেছে।
তার বন্ধু জাহাঙ্গীর হোসেন এই তথ্য নিশ্চিত করছে। জানা গেছে, জুলকার ২০১৭-১৮ সেশনে ভর্তি হলেও ইয়ার গ্যাপ দিয়ে ২০১৮-১৯ সেশনের সাথে পরীক্ষা দেয়।
তাঁর গ্রামের বাড়ী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন এর চর আহম্মদপুর। ছোট থেকেই কিডনীতে সমস্যা ছিলো সর্বশেষ ধানমণ্ডির রেনেসাঁ হাসপাতালে কিছুদিন চিকিৎসা নিচ্ছিলো। এক ভাই এক বোনের মধ্যে সে ছোট। বাবা মা দুজনই শিক্ষক।
এদিকে তাঁর মরদেহ গ্রামে দাফন করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।