২২ ডিসেম্বর ২০২০, ১১:৩৫
অকালে ঝরে পড়লো ঢাকা কলেজের আরও এক শিক্ষার্থী
ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই অকালে ঝরে পড়লো একই কলেজের স্নাতক চতুর্থ বর্ষের মনোবিজ্ঞান বিভাগের আবদুল কাদের নামের আরও এক শিক্ষার্থীর।
সোমবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
জানা গেছে, মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া সমস্ত শরীর পুড়ে যাওয়ার পর ঢাকা মেডিকেলে আনা হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।