২০ ডিসেম্বর ২০২০, ১০:৫১

নিউইয়র্কে তিন ঘন্টার ব্যবধানে বাংলাদেশি বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রকৌশলী খায়রুজ্জামান ও তার ছেলে আবুল বাশার পান্না  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাঙালি কমিউনিটিতে করোনাভাইরাসের মৃত্যুর মিছিল ক্রমেই বড় হচ্ছে। এরমধ্যে শনিবার মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে কমিউনিটির পরিচিত মুখ প্রকৌশলী খায়রুজ্জামান ও তার ছেলে আবুল বাশার পান্নার। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন তারা। চট্টগ্রামের হালিশহর এলাকার স্থায়ী বাসিন্দা তারা। এছাড়া তাদের গ্রামের বাড়ি সন্দীপ।

আবুল বাশার পান্না নিউইয়র্কের মূলধারার সংগঠন নিউ অ্যামেরিকান ইয়ুথ ফোরাম এনওয়াই’র উপদেষ্টা ছিলেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটির সবাইকে শোকে বিহবল করে তুলেছে।

যুক্তরাষ্ট্রে করোনার প্রথম ঢেউয়ে অন্তত ২৬৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া দ্বিতীয় ঢেউ শুরুর পর এ পর্যন্ত ১০ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।