০৫ ডিসেম্বর ২০২০, ১৩:০৮

ভারতে ভ্যাকসিন নেয়ার পর করোনায় আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী!

ভারতে ভ্যাকসিন নেয়ার পর করোনায় আক্রান্ত হয়েছে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী  © ফাইল ফটো

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে নতুন এক আশঙ্কা দেখা দিল। একদিকে যখন ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে, তখন পরীক্ষামূলক ভ্যাকসিন নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়লেন খোদ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী। শনিবার ট্যুইট করে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অনিল ভিজ।

তিনি এদিন লিখেছেন, তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের পরীক্ষা করার কথা বলেছেন তিনি।

কলকাতা২৪ এক প্রতিবেদনে জানিয়েছেন, গত ২০ নভেম্বর করোনাভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েছিলেন ওই মন্ত্রী। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই করোনায় আক্রান্ত হয়ে পড়লেন তিনি। হাসপাতালেও ভর্তি করা হয়েছে তাকে।

ওই হাসপাতালেই তিনি কোভ্যাকসিনের একটি ডোজ নিয়েছিলেন। কোভ্যাকসিনের ফেজ থ্রি ট্রায়ালের প্রথম ভলান্টিয়ার ছিলেন অনিল ভিজ। ভারতে সব থেকে বড় ফেজ থ্রি ট্রায়াল হয়েছে। ভারত বায়োটেক ও আইসিএমআর তৈরি করেছে এই কোভ্যাকসিন। ফেজ-১ ও ফেজ-২ ট্রায়ালের সাফল্যের কথা আগেই জানিয়েছিল সংস্থাটি।