মায়ের কিডনি নিয়েও বাঁচতে পারলেন না জনপ্রিয় এই অভিনেত্রী

লীনা আচার্য
লীনা আচার্য  © ফাইল ফটো

ভারতের বিনোদন জগতে আবারও শোকের ছায়া। দেশটির হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ লীনা আচার্য মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

দেশটির একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন লীনা। লীনাকে সুস্থ করার জন্য তার মা একটি কিডনিও দান করেছিলেন। তবে শেষরক্ষা হলো না। কিডনি কাজ না করার কারণেই মারা গেলেন অভিনেত্রী৷

‘শেঠজি’, ‘আপ কে আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’ ধারাবাহিক থেকে জনপ্রিয় হন ৷ এর পাশাপাশি বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ রানি মুখোপাধ্যায়ের হিচকি ছবিতেও অভিনয় করেছিলেন লীনা ৷

টেলিভিশন ছাড়াও লীনা বড় পর্দায় অভিনয় করেছেন। রানী মুখার্জি অভিনীত ‘হিচকি’ সিনেমার মধ্য দিয়ে ২০১৮ সালে বড় পর্দায় হাজির হন এই অভিনেত্রী। তাকে সবশেষ দেখা গেছে জি ফাইভের ওয়েব সিরিজ ‘বেবাকি’ এবং ‘অভয় টু’-তে। এছাড়া ওয়েব সিরিজ ‘গন্ধি বাত’-এ অভিনয় করে বেশ আলোচিত ছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ