১৭ নভেম্বর ২০২০, ১৩:৪২

মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক করা যাবে না: ওলামা লীগ

  © সংগৃহীত

বর্তমান স্বাস্থ্য সংকটসহ সব সংকট থেকে মুক্তি দিতে সরকারের পৃষ্টপোষকতায় সারা বছর পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরিফ পালনসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩ দল। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তাদের ৬ দাবির মধ্যে রয়েছে- মসজিদের সম্মান রক্ষায় মাস্ক পড়া বাধ্যতামূলক না করা, করোনাকে ছোঁয়াচে বলে জামাতি এজেন্ডা বাস্তবায়ন করে পবিত্র হাদিস শরিফ অস্বীকার করা যাবে না, উগ্র সাম্পদ্রায়িক মিথ্যাবাদী সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নিষিদ্ধ করা, মুক্তিযুদ্ধ ও বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের অবমাননাকারী হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বিশ্ব হিন্দু পরিষদের মতো ‘উগ্রবাদী’-দের বিচার করা ইত্যাদি।

সমাবেশ ও মানববন্ধনে সমন্বয় করেন, ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী (পীর সাহেব, টাঙ্গাইল)। বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী, মাওলানা মুহম্মদ আবু বকর সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল, মাওলানা মুহম্মদ আব্দুস সবুর মিয়া (রানীপুরা) মাওলানা মুহম্মদ ওমর ফারুক গোপালগঞ্জী, হাফেজ ক্বারী মুহম্মদ শাহ আলম ফরাজী প্রমুখ।

কর্মসূচি শেষে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হায়াতে তৈয়বার জন্য দোয়া মোনাজাত করা হয়।